আন্তর্জাতিক

গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা সামগ্রী প্রবেশের অনুমতি স্থগিত করেছে ইসরাইল। রোববার (১৯ অক্টোবর) গাজার আল-জাওয়াইদা শহরে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের ইউনিট কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাবালিয়া ব্যাটালিয়নের একটি ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এ হামলায় ইউনিট কমান্ডারসহ ছয়জন যোদ্ধা প্রাণ হারান। ঘটনার পর মানবিক পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরাইলি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ সহায়তা সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে। আল-জাওয়াইদা শহরের উপকূলীয় এলাকায় তাঁবুর ভেতরে স্থাপিত সমুদ্রতীরবর্তী ছোট একটি ক্যাফে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

বিবিসি বলছে, গাজার ভূমধ্যসাগর লাগোয়া দেইর আল-বালাহ ও খান ইউনুসের মাঝামাঝি এলাকায় আল-জাওয়াইদা শহরের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কাসেম ব্রিগেডের নিহত ছয় যোদ্ধা উত্তর গাজার বাসিন্দা এবং হামলার সময় তারা মধ্যাঞ্চলে অভিযান পরিচালনা করছিলেন। গাজা যুদ্ধক্ষেত্রের জ্যেষ্ঠ কমান্ডার আল-মাবহুহর মৃত্যু যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হামাসের অভিজাত শাখার জন্য অন্যতম বড় ক্ষতি বলে মনে করা হচ্ছে।

এদিকে, রোববার গাজা উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ইসরাইল। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হামাসের প্রকাশ্য চুক্তিলঙ্ঘনের পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো স্থগিত করা হয়েছে।

এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন ইসরাইলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। যদিও ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা পরিচালনা করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর প্রতিদিন শত শত ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি পাচ্ছে। এর মাঝেই রোববার ওই উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করলো ইসরাইল।

এর আগে, গত আগস্টে জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা বলেছিলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ করতে না পারায় ওই উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন