আন্তর্জাতিক

গাজায় ফের ইসরাইলি বিমান হামলা শুরু

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় আবারও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। রোববার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাফা ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার রাফা ও আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ট এবং সেনা কর্মকর্তারা এক ফোনালাপে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা করেছেন। 

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যমের দাবি, হামাস যোদ্ধাদের সঙ্গে গোলাগুলির পর এই বিমান হামলা চালানো হয়।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর আরও দাবি, রাফা এলাকায় সামরিক যান বিস্ফোরণে তাদের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার পরই ‘সন্ত্রাসী তৎপরতার জবাব’ হিসেবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে হামাস যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে হামাস বলেছে, “এই অভিযোগ ইসরাইলের মিথ্যা প্রচারণারই পুনরাবৃত্তি। যুক্তরাষ্ট্র আসলে ইসরাইলের সংগঠিত অপরাধ ও আগ্রাসনের জন্য রাজনৈতিক আড়াল তৈরি করছে।”

সংগঠনটি আরও অভিযোগ করে, ইসরাইল নিজেরাই সশস্ত্র গোষ্ঠী তৈরি ও অর্থায়ন করছে, যারা ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা, ত্রাণবাহী ট্রাক লুট এবং সম্পদ চুরিতে জড়িত।

হামাস জানায়, গাজার পুলিশ বাহিনী ও স্থানীয় প্রশাসন আইনসম্মত প্রক্রিয়ায় এসব অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে, যাতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এসময় ইসরাইলকে নিয়ন্ত্রণে এনে যুদ্ধবিরতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে হামাস। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন