দেশজুড়ে

ডোবা থেকে কঙ্কাল উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহাল এলাকার এক ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয় কৃষকরা ধানখেতের পাশের ডোবায় কচুরিপানার নিচে কিছু হাড়গোড় দেখতে পান। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।

প্রথমে শুধু দুটি পা-সংবলিত কঙ্কাল উদ্ধার হয়। পরে আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পচা সার্টের কলারও পাওয়া গেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে আমরা প্যান্টের ভেতরে দুটি পায়ের কঙ্কাল পাই। পরে আশপাশ তল্লাশি চালিয়ে মাথার খুলি ও শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে স্থানীয়রা জানায়, কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে ধারণা করা হচ্ছে, এটি গেল ৯ অক্টোবর থেকে নিখোঁজ থাকা অটোরিকশাচালক আমিনুল ইসলামের। তার মা উদ্ধারকৃত পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেছেন।

ওসি হুমায়ুন কবির আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন