আইন-বিচার

মৃত্যুদণ্ড চূড়ান্ত না হলে কনডেম সেলে নয়: আপিল শুনানি ২৮ অক্টোবর

মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফাঁসির আসামিদের কনডেম সেলে রাখা যাবে না—হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (১৯ অক্টোবর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে, ২০২৪ সালের ১৩ মে হাইকোর্ট রায় দিয়েছিল—মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ ও অসাংবিধানিক। পরে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করে, এবং ১৫ মে হাইকোর্টের রায় স্থগিত হয়।

রায়ে বলা হয়েছিল, আপিল, রিভিউ ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা–এই তিন ধাপ শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না। বর্তমানে যারা কনডেম সেলে আছেন, তাদের দুই বছরের মধ্যে ধীরে ধীরে সাধারণ সেলে স্থানান্তর করার নির্দেশও দেন আদালত। তবে, স্বাস্থ্যগত বা বিশেষ নিরাপত্তাজনিত কারণে কাউকে নির্জন কক্ষে রাখলে তার উপস্থিতিতে শুনানি করতে হবে।

রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল ও নাসিম ইসলাম রাজু।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। তারা হলেন চট্টগ্রাম কারাগারের জিল্লুর রহমান, সিলেট কারাগারের আব্দুল বশির এবং কুমিল্লা কারাগারের শাহ আলম। তাদের তিনজনের আপিল এখনো হাইকোর্টে বিচারাধীন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন