জাতীয়

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

ভিডিও থেকে নেয়া

বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। দেশের ৩০টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রায় আট মাসের ধারাবাহিক বৈঠকের পর চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত, গণঅধিকারসহ বিভিন্ন দলের নেতারা এতে যোগ দিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে যোগ দিয়েছেন।

দেশের নিবন্ধিত ৫৬টি দলের মধ্যে ২১টি ও কয়েকটি অনিবন্ধিতসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রায় আট মাসের ধারাবাহিক বৈঠকে অংশগ্রহণের মধ্য দিয়েই চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। দলগুলোর মধ্যে আদর্শগত মতবিরোধ, উত্তপ্ত বাক্যবিনিময় ওয়াকআউটের ঘটনার পরেও বৃহত্তর স্বার্থে দিনের পর দিন এক ছাদের নিচে এবং পাশাপাশি বসে তারা কার্যক্রম চালিয়ে গেছেন।

এর আগে অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদের বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন