জাতীয়

আজ স্বাক্ষর হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’

বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্য থাকা সত্ত্বেও আজ স্বাক্ষর হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ’। অনুষ্ঠানটির সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা, এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধি।

অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সংসদ এলাকায় ড্রোন ওড়ানোসহ সব ধরনের অননুমোদিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশেষ বার্তা দেন। তিনি বলেন,

“আমরা চাই, দেশের প্রতিটি মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। আপনি যেখানেই থাকুন—ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে—এই ঐক্যের মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য থাকলেও আমরা সবাই একই জাতি।”

তিনি আরও বলেন, “এটাই একসঙ্গে উদ্‌যাপনের সময়—ঐক্যের শক্তি অনুভবের সময়, গর্ব ও আশার এই দিনে নতুন প্রেরণা পাওয়ার সময়।”

উল্লেখ্য, গেল বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়—সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশন দুই দফায় ৬৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এবং মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায়। খসড়া পর্যালোচনা ও সংশোধনের পর ১৪ অক্টোবর সব দলের কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়।

আজকের স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন