শিক্ষা

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, যেভাবে জানবেন

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে দেশের সব সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফলাফল জানার তিনটি উপায় থাকছে—

অনলাইনে: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।

প্রতিষ্ঠান থেকে: পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও ফল জানতে পারবেন।

এসএমএসে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফলাফল ঘোষণার দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

এছাড়া, ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন — https://rescrutiny.eduboardresults.gov.bd এই ঠিকানায়।

এ সম্পর্কিত আরও পড়ুন