পাকিস্তান এবং ভারত খুব শান্তিতে একসঙ্গে থাকবে: ট্রাম্প
‘পাকিস্তান এবং ভারত খুব শান্তিতে একসঙ্গে থাকবে’—এই মন্তব্যের মাধ্যমে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি অনুষ্ঠিত গাজা পিস সামিট-২০২৫ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ট্রাম্পের কিছু মজার মুহূর্তের কারণে।
একদিকে ট্রাম্পের উপস্থিতি সামিটকে আলোচিত করে তুলেছে, অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের মধ্যে ছোটখাট খুনসুটির ঘটনা ও ভাইরাল হচ্ছে।
সামিটের সময় ট্রাম্প বলেন, “ভারত একটি অসাধারণ দেশ, এবং এটি আমার মিত্র দেশের তালিকার শীর্ষে রয়েছে। তারা দারুণ করছে।” এর সঙ্গে যোগ করে তিনি বলেন, “আমার মনে হয়, পাকিস্তান এবং ভারত একসঙ্গে শান্তিতে বসবাস করবে।” এই কথার পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, “থাকবেন তো?”—যার জবাবে শাহবাজ হাস্যোজ্জ্বলভাবে মাথা নেড়ে সম্মতি জানান।
এরপর ট্রাম্প নিজেই বলেন, “তারা থাকবেন। আমি জানি দুটি দেশের নেতারা অসাধারণ।” এই মুহূর্তের হাস্যরস ও শান্তির বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
এসি//