রাজধানী

অধ্যক্ষের আহ্বানে সড়ক অবরোধ তুলে নিলেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে এবং সোমবারের শিক্ষক–শিক্ষার্থী সংঘর্ষের প্রতিবাদে সায়েন্সল্যাব মোড়ে অবরোধে নামা ঢাকা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের অনুরোধে আন্দোলন স্থগিত করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে অবরোধ চলাকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস ও উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আহ্বানে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীরা বলেন, নতুন আইনে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্তির প্রস্তাব রয়েছে, যা প্রতিষ্ঠানটির শত বছরের ঐতিহ্যের প্রতি অবমাননা। তারা আইনটি সংশোধনের দাবি পুনর্ব্যক্ত করে জানান, “ঢাকা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক।”

এর আগে গেল সোমবার আইন বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রার সময় ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় ‘দালাল’ মন্তব্যকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে শিক্ষকরা আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন। এর জেরে উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন