সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ দুই জন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।নিহত এনজিও কর্মীর নাম আব্দুল হান্নান, তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার বাসিন্দা।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া ব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।
নিহতের চাচা সেলিম জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান। পথে চড়িয়া ১নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। গুরুতর আহত তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, একই দিন রাত ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড়ে ট্রাকের ধাক্কায় নুরনবী (৫০) নামে এক পথচারী নিহত হন। তিনি শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।
আই/এ