আন্তর্জাতিক

মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নেতানিয়াহু

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার লোহিত সাগরের তীরবর্তী শারম আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের রাষ্ট্রপতির মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও নেতানিয়াহু উভয়ই গাজায় যুদ্ধবিরতি চুক্তি দৃঢ় করতে এবং তার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে সম্মেলনে উপস্থিত থাকবেন।

এছাড়া, সোমবার ট্রাম্প ও নেতানিয়াহু মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানান মুখপাত্র।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন