আন্তর্জাতিক

তালেবানের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পাকিস্তানি সেনাদের ওপর তালেবানের পাল্টা হামলায় ৫৮ জন নিহত হয়েছে। কাবুলসহ আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বরাতে আলজাজিরা জানিয়েছে, আফগান বাহিনী এক অভিযানে তিনটি পাকিস্তানি সামরিক পোস্ট দখল করে এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

এছাড়া আফগান বাহিনী হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, পাকতিয়া, খোস্ত, নানগারহার ও কুনার প্রদেশে পাকিস্তানি সীমান্ত চৌকিগুলোতে হামলা চালিয়েছে। 

মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের অভিযানে ২০ জনেরও বেশি তালেবান সৈন্য নিহত বা আহত হয়েছে। পাকিস্তান যদিও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবে ইসলামাবাদ কাবুলকে আহ্বান জানিয়েছে, “পাকিস্তানি তালেবানদের তাদের ভূখণ্ডে আশ্রয় দেওয়া বন্ধ করতে।”

এদিকে আফগান সেনারা জানিয়েছে, যদি পাকিস্তানি বাহিনী আবার আফগান ভূখণ্ড লঙ্ঘন করে, তবে শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান তালেবানের সঙ্গে আদর্শগতভাবে মিত্র এবং সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংস অভিযান চালাচ্ছে। শনিবার টিটিপি উত্তর-পশ্চিম পাকিস্তানে একাধিক হামলার দায় স্বীকার করেছে, যাতে ২০ জন নিরাপত্তাকর্মী ও ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন