নির্বাচন করলে নিশ্চিত জিততাম: তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিলে নিশ্চিতভাবে জয়ী হতেন বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট দিত না—এমনটা কখনো হতো না। আমি ব্যক্তিগতভাবে দাঁড়ালে সহজেই পাস করতাম। এতে আমার কোনো সন্দেহ নেই।’
এবারের বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও পরে তামিমসহ ১৬ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেন। অভিযোগ ছিল, সরকারি হস্তক্ষেপ ও অস্বচ্ছ প্রক্রিয়ায় তৃতীয় বিভাগ বাছাই পেরিয়ে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করা হয়েছিল।
তামিম বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটা স্বচ্ছ নির্বাচন হওয়া। আমি ক্রিকেটের স্বার্থে কাজ করতে চেয়েছি।’
এ সময় তিনি ই–ভোটিং প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন, বলেন, ‘আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে আছেন, আবার ই–ভোটিং করছেন—তাহলে এর দরকারটা কী?’
সংবাদ সম্মেলনে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকার লিগ, বিভাগীয় ও জেলার সব ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।
ঘরোয়া ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে খেলোয়াড়দের আর্থিক সংকট তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নে তামিম বলেন,
‘এটা আমাদের নয়, যারা নির্বাচন করেছেন, তাদের চিন্তা করা উচিত ছিল।’
এমএ//