আন্তর্জাতিক

জানা গেছে শহিদুল আলমদের অবস্থান

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পর গাজামুখী আরেকটি আন্তর্জাতিক নৌ অভিযানও ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হলো। ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ শীর্ষক এই অভিযানে অংশ নেয়া ফ্রিডম ফ্লোটিলার নয়টি জাহাজই দখলদার ইসরাইলি বাহিনী আটক করেছে। জাহাজগুলো এবং তাতে থাকা শতাধিক আন্তর্জাতিক অধিকারকর্মীকে ইতোমধ্যে টেনে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের বন্দরে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমও।

বুধবার (৮ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবহরে অভিযান চালানো হয়েছে এবং নৌকাগুলি ইসরাইলি বন্দরে নেয়া হচ্ছে। যাত্রীদের সকলেই নিরাপদ ও সুস্থ আছেন এবং দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী তাদের গাজামুখী নৌ কনভেতে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি জাহাজ আটক করেছে। প্রথমে ‘কনশেনস’ নামের জাহাজে হামলা চালানো হয়, যেখানে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও কর্মী ছিলেন। এর পর আরও তিনটি ছোট নৌকায় অভিযান চালিয়ে সেগুলোও আটক করা হয়। প্রায় দুই সপ্তাহ আগে জাহাজগুলো ইতালি থেকে যাত্রা শুরু করে।

কনশানসের আয়োজকরা বুধবার সকালে জানিয়েছেন, আমাদের জাহাজ বর্তমানে একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টারের দ্বারা আক্রমণ করা হচ্ছে, অন্য ৮টি জাহাজও অবৈধভাবে আটক ও জব্দ করা হচ্ছে।

সেইসঙ্গে কর্মীদের প্রকাশ করা ফুটেজে দেখা যায় ইসরাইলি নৌবাহিনী জাহাজগুলোতে চড়ে অভিযান চালাচ্ছে। এছাড়া, একই সময় বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যেখানে তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরাইলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন।

এদিকে গাজাগামী ফিডম ফ্লোটিলায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে ফ্লোটিলায় থাকা মালয়েশীয় কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছেন তিনি।

 

সূত্র: আল জাজিরা

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন