খেলাধুলা

বিসিবি নির্বাচন

নাটকীয় ভোটযুদ্ধের পর বিজয়ী হলেন বুলবুল-ফারুকসহ ২৩ প্রার্থী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হলো নানা বাধা ও অনিশ্চয়তা পেরিয়ে। আর এই নির্বাচনে চমক ও প্রতিযোগিতায় ভরা ভোটযুদ্ধ শেষে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদসহ মোট ২৩ জন প্রার্থী।

দেশের ক্রিকেট প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়— বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা (ক্যাটাগরি–১), ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি–২) এবং তৃতীয় ক্যাটাগরি (বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা)।

ক্যাটাগরি–১: বিভাগ ও জেলা সংস্থা

এই ক্যাটাগরিতে ছিলেন মোট ৭১ জন কাউন্সিলর। ১০টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৫ জন।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি–২: ক্লাব ক্যাটাগরি

৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ হাড্ডাহাড্ডি।

বিজয়ীরা হলেন ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।

 ক্যাটাগরি–৩: বিশ্ববিদ্যালয় ও সংস্থা

এই ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্রিকেট অঙ্গনের আরেক পরিচিত মুখ দেবব্রত পাল-এর বিপক্ষে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন