খেলাধুলা

নানা নাটকীয়তা পেরিয়ে শুরু হলো বিসিবি নির্বাচন ২০২৫

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তা, বয়কট আর শেষ মুহূর্তের প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন। সোমবার (০৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী কেন্দ্র রূপ নিয়েছে উৎসবমুখর এক আঙিনায়।

তবে ভোটের আগের রাতেও থামেনি নাটকীয়তা। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি–২) থেকে শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া। এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদও সরে দাঁড়ান, যদিও নিয়ম অনুযায়ী ব্যালটে তাদের নাম থাকছে। একই রাতে আদালতের রায়ে নতুন করে এই ক্যাটাগরিতে যুক্ত হয়েছেন ইফতেখার রহমান মিঠু। ফলে ক্লাব ক্যাটাগরিতে এখন ১৪ জন প্রার্থীর মধ্যে ১২টি পরিচালক পদে লড়াই চলছে।

বিভাগ ক্যাটাগরি (ক্যাটাগরি–১) তে লড়াই অনেকটাই একপেশে হয়ে গেছে। ১০টি পদের মধ্যে ইতোমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুই পদে চলছে ভোটের প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি–৩) তেও নিজেদের ভাগ্য নির্ধারণে ভোটযুদ্ধে নেমেছেন প্রার্থীরা।

আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালকদের নির্বাচন করছেন মোট ১৫৬ জন ভোটার। এর মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর ৫৮ জন ভোট দিচ্ছেন ই-ব্যালটের মাধ্যমে।

এক নজরে ভোটারদের চিত্রঃ

ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ): মোট ভোটার ৩৫ জন, ই-ব্যালট ১৯

ক্যাটাগরি–২ (ক্লাব): মোট ভোটার ৭৬ জন, ই-ব্যালট ৩৪

ক্যাটাগরি–৩ (বিশেষ সংস্থা): মোট ভোটার ৪৫ জন, ই-ব্যালট ৫

মোট ভোটার: ১৫৬ জন, ই-ব্যালট: ৫৮ জন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর শুরু হবে ভোট গণনা, আর আজই সন্ধ্যায় ঘোষণা করা হবে ফলাফল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন শুধু সংগঠন নয়, ভবিষ্যৎ ক্রিকেট নীতিনির্ধারণেরও বড় এক মঞ্চ। বোর্ডের ক্ষমতাকেন্দ্রে কে আসছেন—সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন