অর্থনীতি

৬ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজার ছুটির কারণে টানা ৬ দিন বন্ধ থাকার পর শনিবার (০৪ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।

দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়। বন্দরের অভ্যন্তরে দীর্ঘদিনের বন্ধ থাকার পর শ্রমিকদের মাঝে ফের কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন। তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। 

শনিবার সকাল থেকে হিলি বন্দরের সকল শাখা খুলে যায় এবং বেলা ১২টা ৩০ মিনিটের পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু করে। ফলে সকল ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, আমদানিকৃত পণ্য দ্রুত খালাস করা ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ নিশ্চিত করতে হিলি কাস্টমস ব্যবসায়ীদের সহযোগিতা করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন