ইসরাইলের ৬ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান
ইসরাইলের সঙ্গে যোগাযোগ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (০৪ অক্টোবর) সকালে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র সংবাদ সংস্থা (আইআরএনএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এই ছয়জনকে “বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী” হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ইরাক সীমান্তবর্তী ইরানের খুজেস্তান প্রদেশে সশস্ত্র অভিযান ও ধারাবাহিক বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
আইআরএনএ জানায়, অভিযুক্তরা স্বীকারোক্তিতে জানিয়েছেন, তারা নাশকতার বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেন। এর মধ্যে ছিল বোমা তৈরি ও স্থাপন, খোররামশহরে একটি গ্যাস স্টেশন বিস্ফোরণ, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক ঘাঁটিতে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানো।
ইরান সরকারের দাবি, এদের কর্মকাণ্ডের পেছনে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সম্পৃক্ততা ছিল। তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএ//