হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানালেন গুতেরেস
গাজায় চলমান সংঘাতের অবসানে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (০৩ অক্টোবর) এক বিবৃতিতে তার মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সি।
দুজারিক বলেন, গুতেরেস সব পক্ষকে আহ্বান জানিয়েছেন যেন তারা এই সুযোগ কাজে লাগিয়ে গাজার ভয়াবহ সংঘাতের ইতি টানতে একসঙ্গে কাজ করে। তিনি কাতার ও মিশরের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে একে ‘অমূল্য’ বলে উল্লেখ করেন।
এর আগে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক জানান, সংগঠনটি নীতিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিয়েছে। তবে বাস্তবায়নের জন্য আরও কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন হবে বলে জানান তিনি।
গুতেরেসের মুখপাত্র আরও বলেন, মহাসচিব পুনরায় তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির শর্তহীন মুক্তি এবং মানবিক সহায়তার জন্য বাধাহীন প্রবেশাধিকারের নিশ্চয়তা চান।
গুতেরেস জোর দিয়ে বলেন, জনগণের কষ্ট ও ধ্বংসযজ্ঞ যেন আর না বাড়ে, সে জন্য জাতিসংঘ এই লক্ষ্যে নেওয়া সব ধরনের উদ্যোগকে সমর্থন করবে।
এমএ//