নেতা একদিন ভোট কিনবে, পাঁচ বছর গোলাম বানিয়ে রাখবে : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নেতারা রাতের আঁধারে ভোট কিনতে এলে বুঝতে হবে তার যোগ্যতার ঘাটতি রয়েছে। নির্বাচনের পরে সেই নেতাই রাস্তার বরাদ্দের টাকা খেয়ে ফেলবে। নেতা একদিন ভোট কিনবে আর পাঁচ বছর আপনাদের গোলাম বানিয়ে রাখবে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ভোট কিনে যারা নেতা হবে; তারা আপনার বাড়ির রাস্তার কাজের পারসেন্টেজ খাবে আর আপনি মুখ খুলতে পারবেন না। কারণ আপনি তো নেতার কাছে এক হাজার টাকায় বিক্রি হয়ে গেছেন। এখন আপনারা কি এমন নেতার গোলাম হয়ে থাকতে চান? যদি না চান, তাহলে এবার ভোট চুরি ও গুণ্ডামির রাজনীতিকে ‘লালকার্ড’ দেখাতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে দেবিদ্বারের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নে ৩৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কয়েক দিনের মধ্যেই দেবিদ্বারের রাস্তাঘাটের কাজ শুরু হবে। তবে এ বরাদ্দ দেবিদ্বারের জন্য যথেষ্ট নয়। গত ১৫ বছরের ভাঙাচোরা রাস্তাঘাট ঠিক করতে অন্তত ১২০০ কোটি টাকা প্রয়োজন। পর্যায়ক্রমে এসব বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘আমি থাকি বা না থাকি, দেবিদ্বারের জন্য এই ৩৩৮ কোটি টাকা বরাদ্দ এসেছে—এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এবার সময় এসেছে গত ১৫ বছরের মানুষের ভোটের আকাঙ্ক্ষা পূরণের। আমরা একটি স্বনির্ভর দেবিদ্বার গড়ে তুলতে চাই, এজন্য আমি আপনাদের সবাইকে পাশে চাই’।
এ সময় উপজেলার এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আই/এ