ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২৯
চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার ‘ব্যঙ্গাত্মক’ ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২৯ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত একটি ছবি শেয়ার করেন। এর জেরে গতকাল বিকেল থেকে উত্তেজনা সৃষ্টি হয়। আজ সকালে বিএনপির নেতা-কর্মীরা মাওলানা ইলিয়াসকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতের নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান।
অভিযোগের বিষয়ে ইলিয়াস হোসেন বলেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক থেকে একটি ছবি আমার অসাবধানবশত শেয়ার হয়ে গেছে। বিষয়টি আমাকে কয়েকজন জানানোর পর আমি ডিলেট করে দিই’।
তিনি বলেন, ‘শুক্রবার সকালে বসার কথা ছিল। আমার উদ্দেশ ছিল আমি ক্ষমা চাইবো। কিন্তু তারা বসার পূর্বেই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন’।
ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাফেজ আব্দুল মোতালেব বলেন, ‘ক্ষমা চাইলে-তো আর কিছু থাকে না। বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করলে এলাকার লোকজন ও গ্রামবাসী তাদেরকে প্রতিহত করে। আমাদের কয়েকজন নেতাকর্মীরা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি আছেন’।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, নেতা-কর্মীদের হামলা ও মারধরের বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এখন দলীয় যে নির্দেশনা আসবে,সে নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন।
এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।
আই/এ