আন্তর্জাতিক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে দখলদার ইসরাইলি  বাহিনী, পুরো নৌবহরের ওপর জলকামান ব্যবহার করেছে এবং কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন তুর্কি বার্তা সংস্থা আনাদোলু

গাজা অবরোধ ভাঙার আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী শান্তিপূর্ণ ফ্লোটিলায় একাধিক জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এসময় ৫০টি দেশের মানবিক কর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।

আয়োজকরা জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, বিশ্বজুড়ে রাজধানীগুলোতে ক্ষোভ দ্রুত বাড়ছে, তাই সরকারগুলোর এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জামভর্তি এই ফ্লোটিলা আগস্টের শেষে সমুদ্রযাত্রা শুরু করে এবং স্বাভাবিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে গাজার উপকূলে পৌঁছানোর কথা ছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন