আন্তর্জাতিক

গাজার কাছে অবস্থান করছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

ছবি: সংগৃহীত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে ইসরাইলের অবরোধে থাকা গাজার উপকূল থেকে ৯০ নটিক্যাল মাইল (১৬৬ কিলোমিটার)-এরও কম দূরে অবস্থান করছে, জানিয়েছেন সংগঠকেরা। তারা জানিয়েছেন, বহরটি উচ্চ ঝুঁকিপূর্ণ সমুদ্র এলাকায় অবস্থান করছে এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠকরা বলেন, ফ্লোটিলার জাহাজগুলো ইতোমধ্যে সেই সীমা অতিক্রম করেছে যেখানে পূর্বে ইসরাইলি নৌবাহিনী ‘মাদলিন’ নামের সহায়তা জাহাজ আটক করেছিল। তবে সব অংশগ্রহণকারী নিরাপদে রয়েছেন।

তারা আরও জানিয়েছেন, সারা রাত ইসরাইলি সেনাদের হুমকি ও ভয় দেখানোর চেষ্টা সত্ত্বেও ফ্লোটিলার সদস্যরা শান্ত এবং সব নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করেছেন। সমর্থকদেরও আহ্বান জানানো হয়েছে—সরকারগুলোর ওপর চাপ তৈরি করে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ট্র্যাকার ও লাইভস্ট্রিমের মাধ্যমে জাহাজের গতিবিধি নজরে রাখতে হবে।

মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী বোঝাই এই বহর আগস্টের শেষের দিকে যাত্রা শুরু করে। স্বাভাবিক পরিস্থিতিতে এটি বৃহস্পতিবার সকালে গাজার উপকূলে পৌঁছানোর কথা। এটি বহু বছরের মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে বহু জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২৪ লক্ষ ফিলিস্তিনি বসবাস করছেন। উপত্যকাটি ১৮ বছর ধরে ইসরাইলের অবরোধে রয়েছে। ২০২৪ সালের ২ মার্চ থেকে ইসরাইল সীমান্ত আরও কঠোর করে সব ক্রসিং বন্ধ করে দেয়, খাদ্য, ওষুধ ও সহায়তা আটকানো হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনারা গাজায় ৬৬,১০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণে উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এবং দুর্ভিক্ষ ও রোগব্যাধি ছড়িয়েছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন