আন্তর্জাতিক

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়া ‘বোকামি’: ট্রাম্প

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কিছু দেশ "বোকামি করে" ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, "আমাদের কিছু ইউরোপীয় বন্ধু, মিত্র, ভালো মানুষ। কিন্তু তারা আসলেই, আমার মনে হয়, এটা করেছে শুধু ক্লান্তির কারণে কারণ এত দশক ধরে একই পরিস্থিতি চলছে।"

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন সময়ে, যখন গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

একই সংবাদ সম্মেলনে ট্রাম্প তার ‘গাজার জন্য শান্তি পরিকল্পনা’কে সভ্যতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে আখ্যা দেন।

তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ধন্যবাদ জানান।

ট্রাম্প আরও দাবি করেন, হামাসও এই পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে। তবে হামাস জানিয়েছে, সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তারা পরিকল্পনাটি হাতে পায়নি।

ডিসিতে আলোচনার পর বিলম্বিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে যুক্তরাষ্ট্রের ঘোষিত গাজার ২০-দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন