বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন
সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওসি মো. নুরে আলম বলেন, "শ্যামপুর এলাকায় বাসচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
আই/এ