যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলি- অগ্নিসংযোগে নিহত ৪
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ল্যাটার-ডে সেন্টসের "চার্চ অফ জেসাস ক্রাইস্ট"-এ প্রার্থনা চলাকালে হামলার এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী একটি গাড়ি চালিয়ে গির্জার সামনে এসে গুলি চালান এবং পরে আগুন ধরিয়ে দেন। গুলিবর্ষণে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে গির্জার পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। তার নাম টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০), এবং তিনি বার্টন শহরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, স্যানফোন্ড ইচ্ছাকৃতভাবে গির্জায় আগুন ধরাতে পেট্রোল ব্যবহার করেছিলেন। হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনি বলেন, "হামলার সময় গির্জায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।" পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন এবং এই সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, "যেকোনো জায়গায়, বিশেষ করে উপাসনালয়ে, সহিংসতা অগ্রহণযোগ্য।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ভয়াবহ হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন, "সন্দেহভাজন ব্যক্তি মারা গেছে, তবে এখনও অনেক কিছু জানতে হবে।"
এফবিআই বর্তমানে এই হামলার তদন্তে সহায়তা করছে এবং পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তদন্তকারীরা হামলাকারীর বাড়ি ও ফোন রেকর্ড পরীক্ষা করার কাজ শুরু করেছে।
সূত্র: আল জাজিরা, সিএনএন
এসি//