হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি উদ্ধার
রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা গাড়িগুলোর মধ্যে একটি সংসদ সদস্যের লোগো সংবলিত গাড়িও রয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি জানান, অভিযান ও জব্দকৃত সামগ্রী নিয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গাড়ি উদ্ধারের পর ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনে দীর্ঘদিন ধরে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম এখনো পলাতক।
এমএ//