ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরাণ মতে, দেবী দুর্গা এদিন স্বর্গলোকের কৈলাস থেকে কন্যারূপে মর্ত্যে বাপের বাড়ি আসেন। এবার তিনি গজে (হাতি) করে আগমন করছেন এবং দোলায় (পালকি) করে বিদায় নেবেন।
রোববার পূর্বাহ্ণে (সকাল ৯টা ৫৮ মিনিটের আগে) অনুষ্ঠিত হয়েছে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
শাস্ত্রীয় বর্ণনায় বলা আছে, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গচ্যুত হন। অশুভ শক্তির বিনাশে তাঁদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন মহাশক্তি—অসুরবিনাশিনী দেবী দুর্গা।
গেল ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে শুরু হয়েছিল দেবীপক্ষ। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গোৎসব। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। শুধু ঢাকা মহানগরেই এবার ২৫৯টি মণ্ডপে পূজা হবে।
এমএ//