দেশজুড়ে

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন। এদিকে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে  জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এতে আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার এ আদেশ জারি করেন।

এদিন সকাল থেকেই জেলা সদরের চেঙ্গী ব্রীজ ও চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়াসহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়েছে আন্দোলনকারীরাজেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা পিকেটিং এবং গাছের গুড়ি ফেলেছে অবরোধকারীরা।

এতে আটকে পড়েছে ঢাকাসহ বিভিন্নস্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটকসহ যাত্রীরা। এছাড়াও অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহনও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অবরোধের কারণে সাজেকে  প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছে। এছাড়া খাগড়াছড়িতে আটকা পড়েছেন সাজেকগামী প্রায় হাজারখানেক পর্যটক। তবে সাজেকে যারা আটকা আছেন তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে ফেরত আনার চেষ্টা করছে সেনাবাহিনী।

প্রসঙ্গত, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ অভিযোগে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজক একজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে বুধবার থেকে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন