বিনোদন

বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর, জানা গেলো পাত্র কে?

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নাকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকেই বিয়ে সারতে পারেন তিনি।

কাকে বিয়ে করছেন শ্রদ্ধা? এই প্রশ্ন ঘিরেই চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, প্রেমিক লেখক রাহুল মোদীকেই জীবনসঙ্গী করতে যাচ্ছেন অভিনেত্রী। গেল কয়েক মাস ধরেই তাদের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসছে। একাধিকবার দুজনকে বিমানে পাশাপাশি বসে ভ্রমণ করতে দেখা গেছে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধার খাওয়ার সময় রাহুল ক্যামেরায় তাকে ধারণ করছেন। লজ্জায় সরে যাওয়ার চেষ্টা করলেও দৃশ্যটি দেখে বোঝা গেছে, তাদের সম্পর্ক আগের চেয়ে অনেকটাই খোলামেলা হয়ে উঠেছে।

তবে বিয়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল কেউই। যদিও বলিউড মহলের অনেকেই মনে করছেন, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা এবং এ বছরের শেষ নাগাদই সুখবর দিতে পারেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন