পশ্চিম তীর দখল হতে দেব না: ট্রাম্প
ইসরাইলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে গাজা ইস্যুতে শিগগিরই সমঝোতার পথ খুলতে পারে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইসরাইলের পশ্চিম তীর দখলের সুযোগ আমি কখনোই দেব না— এটা কোনোভাবেই ঘটতে পারবে না।” আগামী সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে এমন মন্তব্য করলেন তিনি।
ট্রাম্প আরও জানান, গাজা নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সমঝোতা এখন “প্রায় চূড়ান্ত পর্যায়ে।” তিনি দাবি করেন, এ বিষয়ে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতার সঙ্গেও তার কথাবার্তা হয়েছে।
এরই মধ্যে পশ্চিমা বিশ্ব থেকে ইসরাইলের ওপর চাপ বাড়ছে। যুক্তরাজ্য, জার্মানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্টভাবে সতর্ক করেছেন, পশ্চিম তীর দখলের চেষ্টা হবে “নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।”
অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে ভিডিও ভাষণে বলেন, ইসরাইলি সেনা প্রত্যাহারের পর গাজার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন নেবে এবং অঞ্চলটিকে পশ্চিম তীরের সঙ্গে যুক্ত করা হবে। তিনি আরও জানান, ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তিনি বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও সেই পথে যায়নি। ওয়াশিংটনের দাবি, এতে হামাসকে পুরস্কৃত করা হবে।
এমন জটিল প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, “আমরা গাজা নিয়ে সমঝোতার কাছাকাছি চলে এসেছি। হয়তো খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠিত হবে।”
এমএ//