রাজনীতি

চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হয়েও অন্য কোনো চাপের কারণে আমাদেরকে শাপলা প্রতীক দিচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে এনসিপি জেলা কমিটি আয়োজিত সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে যারা বৈধতা দিয়েছে; তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না।

তিনি বলেন, পাঁচ বছর পরপর জনগণের সামনে গণতন্ত্র চর্চার সুযোগ আসে, আগের মতো মার্কা দেখে অযোগ্য ব্যক্তিকে ভোট না দিয়ে; যোগ্য ব্যক্তিদের বেছে নিতে হবে। নতুবা এর দায় আমাদেরও নিতে হবে।

এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যাদের নেতৃত্বে সেখানে হামলা হয়েছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারের। এনসিপির সদস্য সচিব নিউইয়র্কের আদালতে ওই ঘটনায় মামলা দায়ের করেছেন।

নির্বাচন প্রসঙ্গে এই এনসিপি নেতা বলেন, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা নেই। তবে জুলাই সনদের ভিত্তিতে গণহত্যার বিচারের রায় দৃশ্যমান হতে হবে। আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য গণপরিষদ নির্বাচন ও মৌলিক সংস্কার জরুরি। নতুবা এটি হবে জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা।

এনসিপি ও গণঅধিকার পরিষদ একিভূত হওয়ার বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একসঙ্গে কাজ করছে। মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন