রাজনীতি

শাপলা প্রতীক চেয়ে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন কমিশনের কাছে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে অনুমোদনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের প্রস্তাব দিয়েছে দলটি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন জমা দেয় এনসিপি। আবেদনটি জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি জানায়, নিবন্ধনের জন্য মাঠপর্যায়ের সব যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর দলটিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে কমিশন। কিন্তু ২০ সেপ্টেম্বর কমিশনের সিনিয়র সচিব গণমাধ্যমকে বলেন, শাপলা প্রতীক তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

এ সিদ্ধান্তকে দলটি ‘স্বেচ্ছাচারী’ আখ্যা দিয়ে আবেদনে উল্লেখ করেছে, এমন অবস্থান কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির প্রতি কমিশনের আন্তরিকতা নিয়েও সন্দেহ দেখা দেয়।

আবেদনে এনসিপির আরও জানায়, সার্বিক বিবেচনায় আমরা আশা করি, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে জাতীয় নাগরিক পার্টির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা এবং ৩. লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতোপূর্বের স্বেচ্ছাচারী ও একরোখা মনোভাব পরিত্যাগ করবে এবং এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও সব দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ জনমনে প্রশ্নবিদ্ধ না হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন