অর্থনীতি

রুহুল কুদ্দুস খান ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রুহুল কুদ্দুস খানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আগামী পহেলা নভেম্বর থেকে এ দায়িত্ব পালন করবেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইউবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের মাধ্যমে ট্রেইনি হিসেবে যোগ দেন রুহুল কুদ্দুস খান। কর্মজীবনে ২৯ বছরের বেশি সময় যাবত তিনি বাংলাদেশ ও ভারতে সরবরাহ চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ইউনিলিভার বাংলাদেশের সরবরাহ চেইন ডিরেক্টর এবং পরে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনকালে রুহুল ইউবিএলের সাপ্লাই চেইনকে উচ্চক্ষমতাসম্পন্ন ও ভবিষ্যৎ উপযোগী ব্যবস্থায় রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  

ইউনিলিভারের পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ (পিটিএবি) ক্লাস্টারের প্রধান শাজিয়া সাইয়েদ জানিয়েছেন, ‘রুহুল কুদ্দুস খান ব্যবসা রূপান্তরে নেতৃত্ব দেওয়া, কঠিন পরিস্থিতি দক্ষভাবে সামলানো এবং ব্যবসা ও পরিবেশে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে সাফল্যের দৃষ্টান্ত দেখিয়েছেন। সাপ্লাই চেইন ও অপারেশনসে তাঁর ব্যাপক দক্ষতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে এ দায়িত্বের জন্য বিশেষভাবে গড়ে তুলেছে। তাঁর নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ সবার প্রতিদিনের জীবনকে আরো আলোকিত করার যাত্রা অব্যাহত রাখবে।’  নতুন এই অধ্যায়ের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ একটি লক্ষ্যনির্ভর ও ভবিষ্যৎ-উপযোগী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন