গাজা ইস্যু
আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
গাজায় যুদ্ধ বন্ধে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।
লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ইসরাইলি ও আরব সূত্র ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে জানায়, গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহার, পরিস্থিতি নিয়ন্ত্রণে আঞ্চলিক দেশগুলো থেকে সেনা পাঠানো ও উপত্যকাটির পুর্ণগঠনে অর্থায়নের মত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এনএস/