আন্তর্জাতিক

হামাসকে আত্মসমর্পণের আহ্বান আব্বাসের

গাজার নিয়ন্ত্রণে থাকা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তাদের সহযোগীদের কাছে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ বক্তব্য দেন।

আব্বাস বলেন, ‘হামাস ও তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হবে। আমাদের লক্ষ্য একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, যেখানে আইনের শাসন থাকবে, বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে এবং সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র থাকবে না।’

তিনি জানান, যুদ্ধ শেষ হলে তিন মাসের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। ওই সরকার প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের আয়োজন করবে। তবে এই প্রক্রিয়ায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।

আব্বাস আরও বলেন, গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে এবং আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে। 

একই সঙ্গে তিনি মিশর, কাতার ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতা ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি রোধে তাদের অবস্থানের প্রশংসা করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতির কারণে আব্বাস সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে পারেননি। তাই তার বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে প্রচার করা হয়।

খবর: ডেইলি সাবাহ

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন