আখতার ইস্যুতে যা বললেন জামায়াত নেতা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় হাইকমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে। বলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ডা. তাহের বলেন, ডিম নিক্ষেপের বিষয়টি নিয়ে আমি খুব বিব্রতবোধ করি না। কারণ এটি নতুন কিছু নয়। বাংলাদেশের এই নেগেটিভ কালচারালটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকারপ্রধান সফর করে বিরোধীদল যে থাকে তারা এসে স্লোগান দেয়।
তিনি বলেন, আমেরিকা গণতন্ত্রের দেশ, ১০ থকে ২০ জন এখানে এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা খারাপ কালচার।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক। এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে। তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। পুরো ঘটনার জন্য ব্যবস্থাপকদের অনেক কমিউনিকেশন গ্যাপ আছে। হাইকমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে তাতে কোনো সন্দেহ নেই। তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল।
জামায়তের এই নেতা বলেন, আমরা বড় দুইটি দল ও এনসিপি আসছি। যদি আমরা একসঙ্গে বের হতাম তাহলে আওয়ামী লীগের সাধ্য ছিল না আমাদের ধারে কাছে আসার।
প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে ও বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। জানা যায় তার বাড়ি সিলেটে এবং তিনি যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
নিউইয়র্ক পুলিশ তাকে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে আটক করে এবং হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
এমএ//