বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা সকাল পৌনে ১০টার দিকে আমিনকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিনের বয়স ৩০ বছর। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। হাজারীবাগের বিজিবি এক নম্বর গেট এলাকার একটি বেকারিতে কাজ করতেন।
আমিনকে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী গণমাধ্যমকে জানান, সকালে বাইসাইকেলযোগে আমিন নামের ওই যুবক নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ বাইসাইকেল নিয়ে তিনি পানিতে পড়ে যান। পরে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে আনি। এরপর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই সড়কে বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, নাজিরা বাজার এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের মতে, বৃষ্টির পানিতে রাস্তার সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসি//