খেলাধুলা

এবার বিসিবি ঘেরাও করার হুমকি ইশরাকের

ছবি: ফাইল ছবি

আসছে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হলেও এর আগেই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। নির্বাচন নিয়ে সরকারের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর।

তামিম ইকবাল অভিযোগ করেন, বিসিবি নির্বাচন আসলে নির্বাচন নয়, বরং ‘সিলেকশন’। তার দাবি, ‘এখানে সরকারের সরাসরি হস্তক্ষেপ রয়েছে। নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর সব সিদ্ধান্ত কমিশনের মাধ্যমে হওয়ার কথা থাকলেও তা হয়নি। মনোনয়ন জমার শেষ দিন বাড়ানোর মতো সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে, যেটি গঠনতন্ত্রবিরোধী।’

তিনি আরও জানান, প্রথমে মনোনয়ন জমার সময় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলেও পরে আবার একতরফাভাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। তামিমের অভিযোগ, সভাপতির ইচ্ছাতেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এদিকে ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ‘বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ এখন স্পষ্ট। এভাবে নিরপেক্ষ ভোট সম্ভব নয়। যোগ্য জেলা, বিভাগ ও স্বনামধন্য সংগঠনগুলোকেই কাউন্সিলর মনোনীত করতে হবে। গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর পাঠাতে হবে। যদি এ নিয়ে বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন