আন্তর্জাতিক

হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন মোদি

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) ভাষণ শুরু হবে।

তবে কোন বিষয়ে আচমকা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের ধারণা, পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন মোদি।  ভারত সরকার সম্প্রতি পণ্য ও সেবা করে সংস্কার এনেছে। বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। এবং বিলাসী কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে। যা সোমবার থেকে কার্যকর হবে। 

 

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন