দেশজুড়ে

হাসপাতালে ছিল না অ্যান্টিভেনম, সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  নিহত লিমা আক্তার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত। সে ওই এলাকার আব্দুল লতিফের মেয়ে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই শিক্ষার্থীর বাসায় এ ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, লিমা আক্তার রাতে গোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যান। এ সময় বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থী লিমা আক্তার মারাত্মক আহত হয়।

পরে রাত সাড়ে ৩ টায় আহত শিক্ষার্থীকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিষাক্ত  সাপের অ্যান্টিভেনম না থাকায় তাকে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে যাওয়া হয়। রমেক নেয়ার পথে শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ওই শিক্ষার্থী মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানান,  গোরাশ (কালাচ) নামের একটি বিষাক্ত সাপ ওই শিক্ষার্থীকে দংশন করেছে।

শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন