বিনোদন

ফের বিয়ে করলেন শবনম ফারিয়া, জানালেন বরের পরিচয়

প্রথম দাম্পত্যের অবসান ঘটার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মসজিদে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। এসময় বিয়ে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা  বলেন তিনি।

শবনম বলেন, এ বিষয়টি তার কাছে সবসময়ই জটিল ও আতঙ্কের ছিল। একসময় ভেবেছিলেন, হয়তো আর কখনও জীবনে এই অধ্যায় ফিরে আসবে না। কিন্তু সময় আর পরিবারের সিদ্ধান্ত মিলিয়ে আবারও নতুন করে শুরু করলেন তিনি।

জানা গেছে, ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শেষ করেছেন।

বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

উল্লেখ্য, ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন সবনম ফারিয়া। তিন বছরের প্রেমের পর তাদের আংটি বদল হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। 

২০১৯ সালের জানুয়ারিতে তাদের বিয়ে হয়। তবে দীর্ঘ হয়নি সেই সংসার২০২০ সালের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন