খাদ্যপণ্য পাচার করে মাদক আনার চেষ্টা ব্যর্থ
মিয়ানমারে পাচারের সময় ১০ টন ডালসহ বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ
খাদ্যপণ্য পাচার করে মিয়ানমার থেকে মাদক আনার একটি অপচেষ্টা ভন্ডুল করে দিয়েছে কোস্টগার্ড। জব্দ করেছে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা দামের পণ্য। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।
শনিবার (২০ সেপ্টেম্বর ) সকালে বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছিলো। এমন খবর পেয়ে গেল ১৮ই সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ড কর্মকর্তা কামরুজ্জামানের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে অভিযান চালানো হয়।
এসময় একটি মাছ ধরার ট্রলার তল্লাশি করে ১০ হাজার কেজি ডাল, আড়াই হাজার কেজি রসুন, এক হাজার কেজি টেস্টিং সল্ট, আড়াই হাজার কেজি পেঁয়াজ, দেড় লাখ মশার কয়েল এবং ১০ হাজার রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস এবং চোরাচালানীদের ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়।