আন্তর্জাতিক

আমেরিকার কাছ থেকে ৭৮ হাজার কোটি টাকার অস্ত্র কিনছে ইসরাইল

ইসরাইলের কাছে ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৭৮ হাজার কোটি টাকা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

নতুন এই চালানে শুধু নিয়মিত গোলাবারুদ, ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক থাকবে। হেলিকপ্টারগুলোর দাম ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার। আর ট্যাংকগুলোর দাম ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার খরচ হবে যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য। ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত এই অস্ত্রসম্ভার ইসরাইলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখলের অভিযানে নেমেছে ইসরাইলি বাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান শুরু করে। সবশেষ তথ্যে জানা গেছে  এসব হামলায় ৬২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজারেরও বেশি গাজাবাসী।

গেল দুই বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য ছয়বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠেছে। প্রতিবারই যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো দিয়ে সেই প্রস্তাব বাতিল করেছে। 

অন্যদিকে ফ্রান্স ও সৌদি আরব ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন