দেশজুড়ে

সাঁতার শিখতে গিয়ে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে পুকুরে সাঁতার শিখতে গিয়ে আলিফ হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেনিহত আলিফ স্থানীয় বাবু আকন্দের ছেলে এবং চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে পাড়ার পুকুরে সাঁতার শিখতে নামে আলিফ। কিছুক্ষণ পর তাকে আর দেখা না পেয়ে বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে আলিফের মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন