দেশজুড়ে

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম ওমর ফারুক খোকা (২৮)। ঘটনার পর থেকে বড় ভাই পলাতক রয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদীতে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে খোকা ও তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ফারুক খোকা মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এসআই মো. সানোয়ার জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাব পাড়া নিয়েই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে। হত্যাকণ্ডের পর থেকে বড় ভাই পলাতক রয়েছেতাকে আটক করার চেষ্টা চলছে।

 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন