শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যে সব এলাকায়
বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই আরেফিন জানান, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন এলাকায় কাজ চলবে। এ কারণে ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পিডিবি জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
এমএ//