দেশজুড়ে

২২ কোটির ‘ডিজিটাল আইল্যান্ড’ এখন কার্যক্রমহীন

কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ডপ্রকল্পটি এখন কার্যক্রমহীন অবস্থায় পড়ে রয়েছে। ২০১৭ সালে জাতিসংঘ ও কোরিয়া টেলিকমের সহায়তায় ২২ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকা ব্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার

প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, অনলাইন ব্যবসা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা। এ ছাড়া কম্পিউটার ট্রেনিং, টেলিমেডিসিন সেবা এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত ছিল।

প্রকল্পের আওতায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি মহেশখালীতে আইসিটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।

পরে প্রকল্পটি মহেশখালী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তবে দায়িত্বহীনতা, যন্ত্রপাতি নষ্ট হওয়া এবং ১৯ কিলোমিটার অপটিক্যাল ফাইবার চুরি এবং করোনা মহামারির কারণে কার্যক্রম দীর্ঘদিন ধরে এটি বন্ধ রয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শফি উদ্দিন জানান, প্রকল্পটি পুনরায় চালু করতে হলে অপটিক্যাল ফাইবারসহ সবকিছু নতুন করে স্থাপন করতে হবে, যার জন্য পর্যাপ্ত বাজেট আমাদের নেই। আপাতত আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি চালু করার উদ্যোগ গ্রহণ করেছি

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ জানান, বেসরকারি একটি উন্নয়ন সংস্থার সহায়তায় কম্পিউটার ট্রেনিং সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেটিরও সংস্কার প্রয়োজন।

জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন জানান, প্রকল্প বন্ধ হওয়ার বিস্তারিত কারণ জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পের ব্যর্থতায় সরকারি সম্পদ নষ্ট হয়েছে এবং স্থানীয় মানুষ সম্ভাব্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সময়ের দাবি উঠেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন