আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভেটোতে থেমে গেল গাজায় যুদ্ধবিরতি উদ্যোগ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোয় বাতিল হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে হওয়া বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ সমর্থন দিলেও যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে প্রস্তাবটি পাস হয়নি। গাজায় যুদ্ধ শুরুর পর এটি যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো।

ডেনমার্কের জাতিসংঘ প্রতিনিধি ক্রিস্টিনা মার্কাস লাসেন বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতা। ইসরাইলের সামরিক অভিযানে সাধারণ মানুষের দুর্দশা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মানবিক বিপর্যয়ই আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করেছে।’

প্রস্তাবে গাজায় আরোপিত অবরোধ তুলে নেওয়া এবং হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মর্যাদাপূর্ণ মুক্তির আহ্বান জানানো হয়েছিল।

ভোটের আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক উপ–বিশেষ দূত মরগান অর্টাগাস বলেন, ‘এই যুদ্ধের সূচনা ও স্থায়িত্বের জন্য দায়ী হামাস। ইসরাইল যুদ্ধ থামাতে সম্মত হয়েছে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে। যদি তারা অস্ত্র নামায় ও জিম্মিদের মুক্তি দেয়, যুদ্ধ আজই শেষ হতে পারে।’

এই অবস্থান স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র এখনও ইসরাইলের কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করছে। এর আগে কাতারে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল, যদিও সেখানে ইসরাইলের নাম উল্লেখ ছিল না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫১ জন জিম্মি হন বলে ইসরায়েলের দাবি। এর প্রতিক্রিয়ায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে ৬৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন