বিনোদন

জোরপূর্বক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

তামিল চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনী সম্প্রতি তার ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতার কথা জানান। তিনি জানান ১৯৯৪ সালের কানমানি চলচ্চিত্রে তাকে ইচ্ছার বিরুদ্ধে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, তখন মোহিনী ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন। নির্মাতা আরকে সেলভামনির রোমান্টিক ঘরানার এই ছবিতে একটি দৃশ্য ছিল, যেখানে তাকে সাঁতারের পোশাকে অভিনয় করতে বলা হয়।

সম্প্রতি তামিল ম্যাগাজিন আভল বিকাটানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দৃশ্যটি করার প্রস্তাব পেয়ে এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে কান্নায় ভেঙে পড়েন। তিনি না করলে ঘণ্টার পর ঘণ্টা শুটিং বন্ধ থাকে। 

কানমানি চলচ্চিত্রের পোস্টার

মোহিনী বলেন, ‘আমি তখন সাঁতারই জানতাম না। অর্ধপোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে শিখব কীভাবে? নারী প্রশিক্ষকও তখন সহজে পাওয়া যেত না। বাধ্য হয়ে সেই দৃশ্য শেষ করতে হয়েছিল, যাতে ছবির কাজ বন্ধ না হয়।’

তবে একই ধরনের আরেকটি দৃশ্যের শুটিংয়ের প্রস্তাব এলে তিনি স্পষ্টভাবে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আগে যেমন জোর করে করানো হয়েছিল, তা আর সম্ভব হবে না। এটি তোমাদের সমস্যা, আমার নয়।’

মোহিনীর দাবি, কানমানি ছিল একমাত্র সিনেমা যেখানে তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত গ্ল্যামারাইজড চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে মোহিনী কাজ করেছেন ভারতীয় চলচ্চিত্রের বহু নামকরা অভিনেতার সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন শিবাজি গণেশন, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, নন্দমুরি বালকৃষ্ণ, শিবরাজকুমার, বিক্রম ও বিজয়কান্তসহ আরও অনেকে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চিন্না মরুমাগাল, আদিত্য ৩৬৯, হিটলার, ইনাথে চিন্তা বিষয়ম, ওরু মরাভাথুর কানাভু, থায়াগম ও নিশব্দা। সবশেষ ২০১১ সালে তিনি অভিনয় করেছিলেন মালায়ালাম রাজনৈতিক থ্রিলার কালেক্টর-এ চলচ্চিত্রে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন